Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
প্রতিবন্ধি শনাক্তকরন জরিপ কর্মসূচীর আওতায় প্রতিববিন্ধ ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন শনাক্ত ও মাত্রা নিরূপন প্রসঙ্গে।
Details

প্রতিবন্ধি শনাক্তকরন জরিপ কর্মসূচীর আওতায় প্রতিববিন্ধ ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন শনাক্ত ও মাত্রা নিরূপন জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুরের প্রতিবন্ধি শনাক্তকরন জরিপ কর্মসূচীর আওতায় প্রতিবন্ধি ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন শনাক্ত ও মাত্রা নিরূপনের জন্য ডাক্তার আসবেন। সেই প্রেক্ষিতে অত্র ২নং বালিথুবা(পূর্ব) ইউনিয়নের প্রতিবন্ধিতা ধরন শনাক্ত ও মাত্রা নিরূপনের জন্য ১৭/০৪/২০১৪ইং তারিখে ১,২,৩,৪,৫ সময়-৯.০০টা হইতে ১২.০০পর্যন্ত এবং ৬,৭,৮,৯ বেলা-১২.০০হইতে ৪.০০টা পর্যন্ত ধার্য করা হয়েছে। বর্ণিত তারিখে ও সময়ে অত্র ইউনিয়নে উপস্থিত হইয়া প্রতিবন্ধি ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন শনাক্ত ও মাত্রা নিরুপনের জন্য অনুরোধ করা হইল।

Attachments