Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গে।
Details

জেলা নির্বাচন অফিসার, চাঁদপুর মহোদয়ের ১২/০৫/২০১৫খ্রিঃ তারিখের ১৭.১০.১৩০০.০০০.৪১.০০১.১২.৩৩৪নং পত্রের নিদের্শন মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা- ২০১০এর ১০(৩) বিধি অনুযায়ী আমি উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার, ফরিদগঞ্জ, চাঁদপুর, এতদ্বারা সর্বসাধতনের অবগতির জন্য জানাচ্ছি যে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা(পূর্ব) ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের শুণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে নিম্নোক্ত সময়সুচী সময়সূচী ধার্য্য করা হয়েছে।

 

ক) রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখঃ ২৩মে,২০১৫খ্রিঃ

খ) রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখঃ ২৪মে, ২০১৫খ্রিঃ

গ) প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ: ৩১মে ২০১৫খ্রিঃ

ঘ) ভোট গ্রহণের তারিখ: ১৪ জুন ২০১৫খ্রিঃ  

Images
Attachments